নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০ , অনলাইন ভার্সন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুশীলা কার্কি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

তিনি এ দায়িত্ব গ্রহণকে নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন। ড. ইউনূস তার বার্তায় আরও বলেন, সংকটময় ও চ্যালেঞ্জের এই সময়ে আপনার এ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

বার্তায় নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তার শেষে ড. ইউনূস নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। পাশাপাশি নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041