Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
এশিয়া কাপ

১৬৪ রানেই অলআউট বাংলাদেশ

১৬৪ রানেই অলআউট বাংলাদেশ ছবি সংগৃহীত


টস জিতে অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্ত ছিল আগে ব্যাটিং করার। সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি শান্ত ছাড়া আর কোনো ব্যাটার। দুই ওপেনারের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ৮ বল। সেখান থেকে শুরু, পরে একে একে প্যাভিলিয়নে ফিরেছেন বাকি ব্যাটাররা। মাঝে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসের শান্তর জুটি আশা জাগালেও পারেননি। শেষমেশ ১৬৪ রানেই অলআউট বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে শ্রীলঙ্কার দরকার মাত্র ১৬৫ রান।

ওপেনার তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু। এরপর একে একে প্যাভিলিয়নে ফিরেছেন নাঈম শেখ, সাকিব আল হাসানরা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৮৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামা ১১ ক্রিকেটারের মধ্যে মাত্র চারজন নিজেদের রান নিতে পেরেছেন দুই অঙ্কের কোটায়। বাকিরা সবাই আউট হয়েছে এক অঙ্কের ঘরে।

লঙ্কানদের হয়ে ৩২ রানে ৪ উইকেট নেন মাথিসা পাথিরানা। এ ছাড়া দুটি উইকেট নেন স্পিনার মহেশ থিকসানা। একটি করে উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়ালেগে ও দাসুন শানাকা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স