উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিতে ‘অনৈক্য ও বিভেদের প্রতীক’ হয়ে ওঠা ফোবানা সম্মেলনের ৩৭তম আসর নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র, শনি ও রোববার, লেবার ডে উইকেন্ডে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাঁচটি স্থানে পৃথক ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কানাডার টরন্টো ও মন্ট্রিয়ালে তিনটি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দুটি পৃথক ফোবানা সম্মেলন হচ্ছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে লেবার ডে উইকেন্ডে, অর্থাৎ ২ ও ৩ সেপ্টেম্বর যথাক্রমে শনি ও রোববার অনুষ্ঠিত হবে ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। নাম আলাদা হলেও এই অনুষ্ঠানে ধরন একই রকম।
অন্যদিকে এবারই প্রথম নিউইয়র্কে বাংলাদেশ কনভেনশনের তারিখ পিছিয়ে লেবার ডে উইকেন্ডের পরিবর্তে ৯ ও ১০ সেপ্টেম্বর করা হয়েছে। বাংলাদেশ কনভেনশনের ধরন ফোবানার আদলে হলেও আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের দাবি এর সঙ্গে ফোবানার কোনো সম্পর্ক নেই। তবে এই কনভেনশন আয়োজনের ফলে ফোবানা সম্মেলনে ব্যাপক প্রভাব ফেলে এবং এ বছর এ কারণেই ফোবানার আয়োজকদের অনুরোধে তারিখ পরিবর্তন করা হয়েছে।
এদিকে শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন লেবার ডে উইকেন্ডে হবার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আয়োজকরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রায ১১টি অনুষ্ঠানের কারণে তাদের ফোবানা সম্মেলন নভেম্বরে হবে। শিগগির তারিখ ঘোষণা করা হবে।
নিউইয়র্ক : গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ।
উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য ফোবানা শুরু হয়েছিল। কিন্তু সংগঠনটি এখন বহুভাবে বিভক্ত। একই নামে একাধিক স্থানে অনুষ্ঠান আয়োজন করায় অনুষ্ঠানের মানও থাকছে না। যে উদ্দেশ্যে ফোবানা শুরু হয়েছিলো তা থেকে তারা অনেক দূরে সরে গেছেন। এখন ফোবানা সম্মেলন মানেই ভাঙন, অর্থাৎ প্রতি বছর ফোবানা ভাঙছে। নতুন করে এক বা একাধিক ফোবানার কমিটি হচ্ছে। আর ফোবানার কারণে ভাঙছে বাংলাদেশি কমিউনিটি, যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের পাঁচটি পৃথক ফোবানা সম্মেলনের আয়োজকেরা সম্মেলনের প্রস্তুতি নিয়ে পুরো ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি সম্মেলনেরই প্রস্তুতি ব্যাপক। প্রবাসের যেসব অতিথি ও শিল্পী অনুষ্ঠানে অংশ নেবেন, তারাও প্রস্তুত। দেশ থেকে যেসব অতিথি ও শিল্পী বিভিন্ন সম্মেলনে যোগ দেবেন, তাদের বেশির ভাগই ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিভিন্ন গ্রুপ এই সম্মেলনের আয়োজন করায় সবার মধ্যেই কাজ করছে এক ধরনের প্রতিযোগিতা। প্রত্যেকেই চেষ্টা করছেন, কে কার চেয়ে সফল সম্মে করতে পারেন।
নিউইয়র্ক : গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ।
টরেন্টো শেরাটনে আলী ইমাম সিকদার ও শাহনেওয়াজের নেতৃত্বাধীন ফোবানা : আলী ইমাম সিকদার ও শাহনেওয়াজের নেতৃত্বাধীন অংশের ফোবানা সম্মেলন কানাডার টরেন্টোর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের স্লোগান ‘প্রবীণের অহংকার তারুণ্যের জয়গান’। এ লক্ষ্যে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক, মাহবুব রব চৌধুরী চিফ কনসালট্যান্ট, নজরুল ইসলাম মিন্টো চিফ অ্যাডভাইজর ও আহমেদ হোসেন চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। পুরো কনভেনশনের তত্ত্বাবধান করছেন ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহনেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আযম। ওই কনভেনশনে শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন এস আই টুটুল, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, এ কে আজাদ, খোন্দকার ইসমাইল, ফরহাদ আদনান প্রমুখ। এ ছাড়া নিউইয়র্কের নৃত্যশিল্পীরা বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন। টরেন্টোসহ কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।
এদিকে ফোবানা সম্মেলন নিয়ে গত ২৩ আগস্ট আলী ইমাম সিকদার ও শাহনেওয়াজের নেতৃত্বাধীন ফোবানা কমিটির নেতারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন ও লিখিত বক্তব্য পাঠ করেন শাহনেওয়াজ। কানাডার টরেন্টো থেকে আগত মোহাম্মদ ইলিয়াস মিয়া, আবুল আজাদ, রিমন ইসলাম ও আহাদ খোন্দকার নিজেদের পরিচয় তুলে ধরেন ও হোস্ট সিটি টরেন্টোর প্রস্তুতি তুলে ধরেন।
আয়োজকেরা জানান, ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টরেন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর মাইকেল থমাস আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন। ফোবানার মূল অনুষ্ঠান শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমা জাহিদ এমপি। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা বক্তব্য দেবেন। ২ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, আর্থসামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক : শাহনেওয়াজ নেতৃত্বাধীন ফোবানার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাহনেওয়াজ।
শাহনেওয়াজ বলেন, ফোবানা ও ফোবানা কনভেনশনের আইনগত বৈধতা আমাদের হাতে। গত চারটি বছর ধরে আমরা স্টেট ও ফেডারেলের নিয়ম মেনে ট্যাক্সও প্রদান করছি। ফোবানার ট্রেড মার্কের জন্য আবেদনও করা হয়েছে। শিগগিরই আমরা তা পেয়ে যাব। ফোবানা কনভেনশন বললেই আমাদের ফোবানাকেই বুঝতে হবে।
কানাডার টরেন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা : গিয়াস আহমেদের নেতৃত্বে কানাডার টরেন্টো শহরে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে ফোবানা সম্মেলনের উদ্বোধন এবং গালা নাইট হবে শিল্পী ও অতিথিদের সম্মানে। টরেন্টো সিটি হল থেকে অনুমোদন নিয়ে ২ ও ৩ সেপ্টেম্বর চারটি স্ট্রিট বন্ধ করে ওপেন কনসার্ট, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে দেশের শ্রেষ্ঠ শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, এবারের ফোবানা সম্মেলনে বেবী নাজনীন, মমতাজ, পবন দাস বাউল, সেলিম চৌধুরী, প্রতীক হাসান, তাহমিনা মিম, বিন্দু কনা, অভিনেত্রী তানজিন তিশাসহ একঝাঁক শিল্পীর সমাবেশ ঘটানোর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি, আচার-আচরণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারই হবে এবারের সম্মেলনের উদ্দেশ্য।
গিয়াস আহমেদ আরও জানান, ফোবানার স্টিয়ারিং কমিটি থেকে শাহনেওয়াজকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক ও সংবিধানবিরোধী কার্যকলাপের কারণে তাকে অব্যাহতি দিয়ে ওয়াশিংটন ডিসির ফোবানার তিনবারের আহ্বায়ক এবং ফোবানা স্টিয়ারিং কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান জিআই রাসেলকে স্টিয়ারিং কমিটির কার্যকরী সদস্যসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ফোবানার প্রবীণ নেতা আতিকুর রহমান সালুসহ অন্যান্য স্টেটের নেতারা টেলিফোনে বক্তব্য দেন। লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানা স্টিয়ারিং কমিটির উপদেষ্টা ডা. মাসুদ রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, স্টিয়ারিং কমিটির সদস্য আবু যুবায়ের দারা, ওয়াহিদ কাজী এলিন, সৈয়দ এনায়েত আলী, জি আই রাসেল, কিউ জামান, তারেক হাসান খান, মাহফুজুল ইসলাম রুমি, তোফায়েল ইসলাম, আলমগীর খান আলম, জাহাঙ্গীর জয় প্রমুখ।
এই গ্রুপের নেতাদের প্রত্যাশা, এবার টরেন্টো শহরে স্মরণকালের শ্রেষ্ঠ ফোবানা সম্মেলন উপহার দেবেন তারা।
কানাডার মন্ট্রিয়লে আতিকুর রহমানের নেতৃত্বে ফোবানা : আতিকুর রহমানের নেতৃত্বে কানাডার মন্ট্রিয়ল শহরে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও দেশ ও প্রবাসের একঝাঁক তারকা শিল্পী এই ফোবানায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন সম্মেলনের কনভেনর দেওয়ান মনিরুজ্জামান ও সদস্যসচিব হাফিজুর রহমান।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ইমরান, বালাম, মীর সাব্বির, বিন্দু কনা, নায়িকা রাশিদা জাহান, লাভলী দেব, মুজা, মৌসুমী মৌসহ আরও অনেকে। এ ছাড়া দেশ ও প্রবাসের নানা সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। এতে দেশ ও প্রবাসের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ গুণীজনেরা অংশগ্রহণ করবেন। এই সম্মেলনকে ঘিরে মন্ট্রিয়লসহ কানাডার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষণীয়।
এই অংশের সম্মেলন সম্পর্কে এর চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র স্থাপন করা।
তিনি আরও বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।
ব্যান্টের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ডালাসে ফোবানা : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের (ব্যান্ট) উদ্যোগে ৩৭তম ফোবানার একটি সম্মেলন হবে টেক্সাসের ডালাসে। এর কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন হাসমত মোবিন, মেম্বার সেক্রেটারি সামসুদ্দোহা সাগর, চেয়ারপারসন আহসান চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান সেহেলি।
১৫ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাসমত মোবিন ফোবানা আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমরা ফোবানার সকল আয়োজন সম্পন্ন করেছি। ডালাসের আরভিং কনভেনশন সেন্টারে অ্যাট লাস কলিনাসে এটি হবে। আমরা অনেক বড় ভেন্যুতে অনুষ্ঠান করছি।
হাসমত মোবিন জানান, ব্যান্ট ২০২২ সালের ১৫ জানুয়ারি ডালাসবাসীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কমিউনিটির বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সবার কাছে তুলে ধরে। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শিকাগো ফোবানাতে গণতান্ত্রিক উপায়ে ব্যান্টকে এ বছর ডালাসে ৩৭তম ফোবানা পরিচালনার দায়িত্বভার প্রদান করা হয়। আমাকে কনভেনর ও শামসুদ্দোহা সাগরকে মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ব্যান্ট চতুর্থবারের মতো ফোবানা পরিচালনের দায়িত্ব পেয়েছে।
তিনি আরও জানান, ডালাস ফোবানাকে সার্থক করার লক্ষ্যে ৪০টি উপকমিটি গঠন করে সকল কাজ প্রায় শেষের পথে। ডালাসের চমৎকার জায়গা লাস কলিনাসের আরভিং কনভেনশন সেন্টারের পুরো জায়গাটুকু কনভেনশনের জন্য ব্যবহার করা হবে। রাস্তার উল্টো দিকেই অতিথিদের জন্য পাঁচতারকা মানের হোটেল ওয়েস্টিনের পাঁচ শতাধিক রুম বুক করা হয়েছে।
তিনি জানান, এই কনভেনশনে বিশিষ্ট অতিথিদের মধ্যে বিশ্বব্যাংকের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, বুয়েটের ভিসি, স্থানীয় মেয়রসহ অন্যরা উপস্থিত থাকবেন। কানাডার একজন পার্লামেন্ট মেম্বারের থাকার কথা রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এলাকার কংগ্রেসম্যানও অনুষ্ঠানে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ৬২টি বাংলাদেশি সংগঠন ফোবানায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশের ১৩ জন শিল্পী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীরা ডালাস ফোবানায় দর্শক মাতাবেন। এ ছাড়া থাকবে বইমেলা, কাব্য জলসা, ফিল্ম ফেস্টিভাল, ইয়ুথ ফোরাম, বাজার, সেমিনার ও লাঞ্চ।
তিনি বলেন, বাংলাদেশ থেকেও অনেকেই আসবেন। এর মধ্যে লেখক রাহাত হোসেন, অনন্যা প্রকাশনীর কর্ণধার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সবুর খান অন্যতম। নিউইয়র্ক থেকেও ইয়ুথ নেতারা যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কমিটির অ্যাডভাইজর মো. আলমগীর, প্রাক্তন চেয়ারম্যান রবিউল করিম বেলাল, প্রাক্তন চেয়ারম্যান নুরুল আমিন নুরু, ফোবানার স্টিয়ারিং কমিটির জয়েন্ট সেক্রেটারি আবীর আলমগীর, ৩৮তম ফোবানা কনভেনশনের কনভেনর রোকসানা পারভীন প্রমুখ।
ব্যান্ট আশা করছে, সবার সহযোগিতায় ডালাসে ৩৭তম ফোবানা সম্মেলন বাংলাদেশিদের বিরাট এক মিলনমেলায় পরিণত হবে।
এদিকে ব্যান্টের বিরোধী আরেকটি গ্রুপ ডালাসে আরও একটি ফোবানা সম্মেলন করছে বলে জানা গেছে।