Thikana News
০৯ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

দলীয় পদ হারালেন ‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতা

দলীয় পদ হারালেন ‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতা ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের জরুরি কর্মপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠন এ বক্তব্যকে বিনয়ের পরিপন্থী মনে করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।

সভায় দেওয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স