দলীয় পদ হারালেন ‘আমরা জমিদার’ বলা সেই জামায়াত নেতা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৯ , অনলাইন ভার্সন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের জরুরি কর্মপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠন এ বক্তব্যকে বিনয়ের পরিপন্থী মনে করেছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে সিরাজুল ইসলামকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে—এটা আমরা মেনে নেব না।

সভায় দেওয়া তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরদিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভও করেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041