Thikana News
০৯ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ফ্রান্স বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফ্রান্স বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ছবি ঠিকানা
ফ্রান্স থেকে আহমেদ জুনেদ ফারহান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্‌যাপন করেছে ফ্রান্স বিএনপি। ৫ সেপ্টেম্বর শুক্রবার প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদ stains-এ জুমার নামাজ শেষে মসজিদের একটি হল রুমে ফ্রান্স বিএনপির সর্বস্তরের নেতারা ঐক্যবদ্ধ হয়ে সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন করেন।

ফ্রান্স বিএনপির সবস্তরের নেতাদের উপস্থিতিতে এবং সদ্য সাবেক বিলুপ্ত কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সাবেক জ্যেষ্ঠ নেতাদের সার্বিক পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সমন্বয়ক  আনোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিশেষ আলোচনা করেন। বক্তারা বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপকার। নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহ নিকট তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে প্রায় ১০ বছর পর ফ্রান্স বিএনপির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ফ্রান্সের সাংগঠনিক কার্যক্রমের নেতৃত্ব প্রদান করছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স