গত রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও হাজারো মানুষ আহত হয়েছে বলে তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। বর্তমানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে।
তালেবান মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হালনাগাদ হতাহতের তথ্য জানিয়ে বলেন, মানুষের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে এবং জরুরি চিকিৎসা ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
কুনার প্রদেশের স্থানীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রহিমুল্লাহ হামজালা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানান, নিহত ও আহত মিলিয়ে সংখ্যা ইতিমধ্যে ৫ হাজার ছাড়িয়েছে।
তিনি সতর্ক করে বলেন, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। জীবিতদের সন্ধান কার্যক্রম চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাবুল কর্তৃপক্ষ জানিয়েছে, নানগারহার, লাঘমান ও পাঞ্জশির প্রদেশ থেকেও হতাহতের সংখ্যা আসা বাকি রয়েছে। এর মধ্যে নানগারহারে অন্তত ১২ জনের মৃত্যুর খবর ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।
মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ এবং গভীরতর সংকট এড়াতে দ্রুত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
তুরস্ক ২৫ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে আশ্রয়কেন্দ্রের সরঞ্জাম, স্বাস্থ্যবিধি সামগ্রী ও খাদ্য রয়েছে। পাকিস্তান, ইরান, চীন, ভারতসহ কয়েকটি পশ্চিমা দেশও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিল।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি আফগানিস্তানে আঘাত হানা তৃতীয় বড় ভূমিকম্প, যা দেশের মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


