ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। আজ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে সহায়তা করাক তিনি দায়িত্ব বলে মনে করেন।
সম্প্রতি চীনে এসসিও সম্মেলনে যোগ দিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত হয় কিমের। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারা সামরিক কুচকাওয়াজে অংশ নেন।
গতকাল বুধবার সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন কিম ও পুতিন। এরপর বিশাল কুচকাওয়াজে অংশ নেন তারা।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয় , কিংম জং ও প্রেসিডেন্ট পুতিন আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন পুতিন।
ঠিকানা/এএস