কুইন্সরে এস্টোরয়িার ৩৬ এভনিউিতে আল আমিন জামে মসজিদের সামার গ্র্যাজুয়েশন অবস্থিত আল আমিন জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে সামার গ্র্যাজুয়েশন ২০২৩ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। সামার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে প্রথম লেভেল হতে ৬ষ্ঠ লেভেল পর্যন্ত এবং হিফজুল কোরআনে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্য হতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। এছাড়া প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শান্তনা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
আল আমিন জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি কয়েজ আহমদ, ট্রেজারার শফায়াত খানসহ মসজিদের মেম্বার, মুসল্লি এবং অভিভাবকরা।
মোনাজাতের মাধ্যমে চলতি বছরের সামার গ্র্যাজুশেন প্রোগ্রামের সমাপ্তি ঘটে।