ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে গত ২৩ মার্চ রোববার এম্পায়ার কেয়ার এজেন্সির অন্যতম কর্ণধার ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিমের আমন্ত্রণে ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ইফতার মাহফিলে প্রত্যেক রোজাদারকে উপহার দেওয়া হয় সুগন্ধি আতর। এছাড়া ইফতারের সময় দেওয়া হয় জমজমের পানি। ইফতারে রোজাদাররা জমজমের পানি দিয়ে ইফতার করতে পারায় আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করেন।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন এম্পায়ার কেয়ার এজেন্সির অন্যতম কর্ণধার নূরুল আজিম। শুভেচ্ছা বক্তব্য দেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আজতাল সম্পাদক শাহনেওয়াজ, স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, নিউইয়র্ক সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, কমিউনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউজার্সির মনমাউথ ইউনিভাসিটির ডিন ড. গোলাম মাতবর প্রমুখ।
এম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট নুরুল আজিম উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার দিগন্ত এভাবে প্রসারিত থাকলে সামনের দিনগুলোতে কমিউনিটির এগিয়ে চলাকে কেউ থামিয়ে রাখতে পারবে না।
ইফতারের আগে মাওলানা আবু জাফর বেগের নেতৃত্বে বিশেষ মোনাজাতে সকলের সুখ-সমৃদ্ধি এবং নুরুল আজিমের নেতৃত্বাধীন এই হোমকেয়ার এজেন্সির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।