Thikana News
০৩ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল টাইগাররা।

এদিন বাংলাদেশের জয় আসে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। যা অব্যবহৃত বলের হিসেবে লাল-সবুজের তৃতীয় বড় জয়। আর উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়। শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে লিটনরা টানা তৃতীয় টি–টোয়েন্টি সিরিজ জিতলেন।

এছাড়া ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছিলেন পারভেজ হোসেন। নবম ওভারে সেই রেকর্ড ছোঁয়া তানজিদ হাসান ১২তম ওভারে ভেঙে দিলেন রেকর্ড। ২০২৫ সালে এ সংস্করণে তানজিদের ছক্কা এখন ২৩টি। পারভেজ মেরেছেন ২২টি।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলে দুদল। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচ। যেখানে প্রথমে ব্যাট করা ডাচরা ১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পারভেজ ও তানজিদ ৫.৩ ওভারে ৪০ রান তোলেন। পারভেজ ২১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেন।

তবে এরপর আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। তানজিদ ও লিটন দাস অবিচ্ছিন্ন জুটি গড়ে দলতে জয় এনে দেন। বিশেষ করে তানজিদ ছিলেন বেশ ঝড়ো। তিনি শেষ পর্যন্ত ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ষষ্ঠ ফিফটি। আর ১৮ বলে ১৮ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক লিটন।

এর আগে প্রথম ম্যাচের মতো এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

এদিন তৃতীয় ওভারে পর পর দুই বলে দুই উইকেট তুলে নেন নাসুম আহমেদ। ম্যাক্স ও‘ডোউড ও তেজা নিদামানুরুকে ফেরান এই স্পিনার। এরপর ২৪ রান করা বিক্রম সিংকে ফেরান তাসকিন আহমেদ।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ডাচদের অধিনায়ককে নিজের প্রথম ওভারেই আউট করেন মোস্তাফিজুর রহমান। স্কট এডওয়ার্ডস ৯ রান করেন। এরপর দশম ওভারে নোহা ক্রস রান আউট হন। আর একই ওভারে শাহরিজ আহমেদ ১২ রানে আউট করেন তানজিম হাসান সাকিব।

শেষ দিকে আরায়ান দত্ত ৩০ রান করা নেদারল্যান্ডসের দলীয় সংগ্রহ ১০০ পার হয়। তাকে বোল্ড করে বিদায় করেন মেহেদী হাসান। ২৪ বলে ৩টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান দত্ত।

বাংলাদেশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম। তিনি ৩টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট দখল করেন।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স