Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের

আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের ছবি : সংগৃহীত



 
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। ০১ সেপ্টেম্বর (সোমবার) ইরানর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তারা আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

আরাঘচি বলেছেন, ‘এই কঠিন সময় ও হৃদয়বিদারক মুহূর্তে আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করছি। ইরান সেখানে ত্রাণ, চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। ’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮০০ জনেরও বেশি। ভূকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম। 

ভূমিকম্পে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স