Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইদালিয়া

ফ্লোরিডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইদালিয়া ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইদালিয়া। দেশটির জাতীয় হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইদালিয়া স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালে ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৩ ঝড় হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছে। লাখ লাখ বাসিন্দাকে ঝড়ের কারণে বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

মেক্সিকো উপসাগর থেকে শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ইদালিয়া ধ্বংসাত্মক বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাত নিয়ে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর ফলে ১৬ ফুট গভীর পর্যন্ত উপকূলীয় এলাকায় বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রাজ্যের সকল জনগণকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন।

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ইদালিয়া বুধবার সকালে ফ্লোরিডায় আঘাত হানার সময় ‘অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি-৪’ এর তীব্রতা ধারণ করেছে। কিন্তু সকাল সাতটায় এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ক্যাটাগরি-৩ এ চলে যায়।

ফ্লোরিডার উপসাগরীয় উপকূল, দক্ষিণ-পূর্ব জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার পূর্ব অংশগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত ৪ থেকে ৮ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং বিচ্ছিন্ন এলাকাগুলোতে এক ফুট পর্যন্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে বলে হারিকেন কেন্দ্র জানিয়েছে।

ফ্লোরিডার ৪০টির বেশি স্কুল ক্লাস বাতিল করেছে। রাজ্যের টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছে।

উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে ‘হারিকেন’ বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।

ঘূর্ণিঝড়টি গত রোববার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। এ সময় এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি ক্যাটাগরি-৩-এর শক্তিশালী হারিকেনে রূপ নেবে।

গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হিলারি’। এতে ক্যালিফোর্নিয়ার পর্বত ও মরুভূমিগুলোতেও ৫ থেকে ১০ ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা জানান, এসব মরুভূমিতে সারা বছরেও এত বৃষ্টিপাত হয় না।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স