Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

স্টেটের বড় অনুদান  পেল ভালো, ব্যয় হবে  কমিউনিটির কল্যাণে  

স্টেটের বড় অনুদান  পেল ভালো, ব্যয় হবে  কমিউনিটির কল্যাণে  
বাংলাদেশি হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ (ভালো) নিউইয়র্ক স্টেটের একটি বড় অনুদান পেয়েছে, যার পরিমাণ প্রায় দেড় মিলিয়ন ডলার। তহবিলের পুরো অর্থ কমিউনিটির কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান শাহরিয়ার রহমান।
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী এই সংগঠনটি অতিসম্প্রতি নিউইয়র্ক স্টেট সরকারের বিশেষ তহবিল পেয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের জ্যামাইকায় ভালো’র ব্যাক-টু-স্কুল প্রোগ্রামে শাহরিয়ার রহমান ঘোষণা দেন, এই অর্থায়ন তাদেরকে কমিউনিটির জন্য আরও কার্যকর সেবা দিতে সহায়তা করবে। বিশেষ করে অভিবাসীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, আইনি পরামর্শ ও সামাজিক সহায়তার কাজ আরও প্রসারিত হবে।
ভালো জানায়, নিউইয়র্ক স্টেটের এই সহায়তা প্রমাণ করে যে আমাদের সমাজসেবা কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই অনুদান প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউইয়র্ক স্টেট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তহবিল বরাদ্দের উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
প্রসঙ্গত, বাংলাদেশি হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ গত কয়েক বছর ধরে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে।
 

কমেন্ট বক্স