Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম 

জুলাই­ আন্দোলনে প্রবাসীদের  অবদান অবিস্মরণীয় 

জুলাই­ আন্দোলনে প্রবাসীদের  অবদান অবিস্মরণীয় 
যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা জুলাই আন্দোলনে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রবাসীরা জুলাইয়ে আমাদের সাথে ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। গত ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনস‍্যুলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মাহফুজ আলম। 
মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা স্মরণ করেন। সভায় জুলাই আন্দোলনে শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক হবে রাষ্ট্র। নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে। সবার ঊর্ধে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। 
ওয়াশিংটন ডিসি থেকে অনুষ্ঠানে আসা সচিব পদমর্যাদায় বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, ‘একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে-মেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাঁদের ছিল, আপনারা ছাত্র- জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন, এখন সে একটা ডিম নিক্ষেপ করবে , একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে, এটাই তো স্বাভাবিক।’ সভায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেন, দখলদার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে আন্দোলনকে সমর্থন দিয়েছেন। তেমন করে এখন রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সুসংহত করছেন। আমরা প্রবাসীদের এই মহতী উদ‍্যােগকে স্বাগত জানাই।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, জুলাই আন্দোলন যদি না হতো হয়তো আমাদের সাথে আর আপনাদের দেখা হতো না। পরে তিনি আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে উপদেষ্টাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ইসরাত জাহান। 
 

কমেন্ট বক্স