Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
ঠিকানাকে তথ্য উপদেষ্টা

‘ভবিষ্যতে কী করব  এখনো ঠিক করিনি’

‘ভবিষ্যতে কী করব  এখনো ঠিক করিনি’
যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘ভবিষ্যতে কী করবো তা এখনো ঠিক করিনি। তবে কিছু একটা তো করতে হবে। হতে পারে সেটা রাজনীতি বা অন্যকিছু।’ গত ২৪ আগস্ট রোববার রাতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক আলাপচারিতায় ঠিকানা প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে একথা বলেন তথ্য উপদেষ্টা। 
ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র ৬ মাস। এরপর কী করবেন জানতে চাইলে মাহফুজ আলম আরো বলেন, কোনো কিছুই ঠিক করিনি। সরাসরি না বললেও তিনি ইঙ্গিত দিয়ে বলেন, রাজনীতিও করতে পারি। বিসিএস ক্যাডার বা সরকারি চাকরি করবেন কীনা- এ প্রশ্নের জবাবে তিনি হেসে দিয়ে বলেন, এটা সম্ভব হবে না। 
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (সচিব পদমর্যাদা) গোলাম মোর্তোজা এসময় উপস্থিত ছিলেন। 

কমেন্ট বক্স