Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এ কথা বলিনি: ফজলুর রহমান

৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এ কথা বলিনি: ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে এমন বক্তব্য আমি দিইনি। ২৫ আগস্ট (সোমবার) হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি- আমার কিছু বক্তব্যের বিষয়ে দল জানতে চেয়েছে কেন এসব কথা বলেছি। সে উত্তর আমি নির্দিষ্ট সময়ে দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব।

তিনি বলেন, সকালে উঠে দেখি আমার বাসার নিচে সাত-আটজন মিলে আমার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। আমি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছি। সেখানে মব জাস্টিস আমার ওপর চলতে পারে কিনা দেশের মানুষের কাছে সে কথা জিজ্ঞাসা করতে চাই।

তিনি আরও বলেন, আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে। আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না।

ফজলুর রহমান বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে আমি এমন বক্তব্য দিইনি। যদি থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স