Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা

রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা রাশিয়ার পসকভ শহরের বিমানবন্দরে ড্রোন হামলায় বিস্ফোরণ ঘটে। ছবি : এএফপি
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পসকভ শহরের বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে চারটি ভারী পরিবহণ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পসকভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ আজ ৩০ আগস্ট (বুধবার) এ তথ্য জানান। খবর এএফপির।

গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম পোস্টে বলেন, ‘বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়, হামলার সময় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহণ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে।

লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী পসকভ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। গত মে মাসে শহরটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স