ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় তিনজন কৃষ্ণাঙ্গ মারা যান। পরে হামলাকারী নিজের ওপর নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনায় মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকাতে শ্বেতাঙ্গ আধিপত্যের কোনও স্থান নেই’। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বন্দুকধারী অপরাধীকে 'পাগল' বলে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয় নামে খ্যাত এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটি-কে লক্ষ্যবস্তু হতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
জ্যাকসনভিলের একটি ডলার জেনারেল স্টোরে হামলার ঘটনাটি বর্ণবাদের দিকে ইঙ্গিত করার পরে কর্মকর্তারা বলেছেন যে, এফবিআই এই হত্যাকাণ্ডকে ঘৃণামূলক অপরাধ হিসাবে তদন্ত করছে। সম্প্রদায়ের নেতারাও আতঙ্ক প্রকাশ করেছেন। এক শ্বেতাঙ্গ ব্যক্তি, একটি উচ্চ ক্ষমতার রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে মুখে মুখোশ পরে শনিবার দুপুর ২ টো নাগাদ দোকানে প্রবেশ করে। দুই পুরুষ ও একজন নারীকে গুলি করে হত্যা করে। নিহত তিনজনই কৃষ্ণাঙ্গ। জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স রবিবার বিকেলে নিহতদের নাম উল্লেখ করে বলেছেন, বন্দুকধারী ডলার জেনারেলের ভেতরে ঢোকার সময় ৫২ বছর বয়সী অ্যাঞ্জেলা মিশেল কারের ভিডিওতে ধরা পড়ে। তারপরে সে দোকানে প্রবেশ করে যেখানে ১৯ বছর বয়সী অ্যানোল্ট জোসেফ জুনিয়র এবং জেররাল্ড ডি'শান গ্যালিয়নকে গুলি করে হত্যা করে।
জ্যাকসনভিল এফবিআই অফিসের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট শেরি অঙ্কস বলেছেন, ফেডারেল কর্মকর্তারা নাগরিক-অধিকার আইনের আওতায় তদন্ত শুরু করেছেন এবং ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ হিসাবে তদন্ত চালাবেন। জানা গেছে বন্দুকধারীর নাম রায়ান পালমিটার, বয়স ২১। সে আইন মেনেই বন্দুক কিনেছিলো এবং তার কোনও অপরাধমূলক ইতিহাস ছিল না। রায়ান জ্যাকসনভিলের একটি শহরতলিতে তার বাবা-মায়ের সাথে থাকতো এবং একটি সুইসাইড নোট রেখে গেছে । সূত্র : দ্য গার্ডিয়ান
ঠিকানা/এম