Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার হয়েছেন।দেশের সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে ২২ আগস্ট (শুক্রবার) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

আজ সকালে বিক্রমাসিংহে স্বেচ্ছায় কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ (এফসিআইডি) কার্যালয়ে আত্মপক্ষ সমর্থনে হাজির হন।

অভিযোগ অনুযায়ী, তিনি ওই সফরে স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং সফরের ব্যয়ভার সরকারি তহবিল থেকে বহন করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার গ্রেপ্তার হয়।

বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, ক্ষমতাসীন দল বলছে, দুর্নীতি দমন ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স