Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি পাচ্ছেন না এখনই

জামিন পেলেন ইমরান খান, তবে মুক্তি পাচ্ছেন না এখনই ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিমকোর্ট। ২১ আগস্ট (বৃহস্পতিবার) বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোট। সেই রায়ের বিরুদ্ধে করা ইমরান খানের আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্ট।
৭২ বছর বয়সী ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত । তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স