Thikana News
২১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ভুটানকে হারিয়ে সাফে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের

ভুটানকে হারিয়ে সাফে দুর্দান্ত সূচনা বাংলাদেশের মেয়েদের ছবি সংগৃহীত
দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। বুধবার (২০ আগস্ট) স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলপি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।

৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। ৬২ মিনিটে এক গোল শোধ দেয় ভুটান। ৬৫ মিনিটে বাংলাদেশকে আবার এগিয়ে দেন আলপি। ফাতেমা আক্তারের কর্নার থেকে শরীর দিয়ে বল জালে জড়ান তিনি।

৬৭ মিনিটে মানোনি চাকমার দূরপাল্লার শট গোললাইন থেকে হেড দিয়ে ফিরিয়ে দেন ভুটানের এক ফুটবলার।

বয়সভিত্তিক সাফে সাতবার শিরোপা জিতলেও অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এখনো ট্রফি জেতেনি বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয় সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্নপথে এক ধাপ এগিয়ে দিল মেয়েদের।

চার দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) এই টুর্নামেন্টে ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে আগে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোল পার্থক্য।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২২ আগস্ট ভারতের বিপক্ষে। এরপর ২৪ ও ২৭ আগস্ট দুটি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ২৯ আগস্ট ফের ভুটানের মুখোমুখি হবে লাল–সবুজের মেয়েরা। আর ৩১ আগস্ট ভারত ম্যাচ দিয়ে শেষ হবে আসর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স