এশিয়া কাপের প্রস্তুতি সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের পরিচালক, মেডিকেল বিভাগ, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পরই এ বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি। বৈঠকে ক্রিকেটারদের চুক্তি, মেডিকেল সেবা, উইকেটের মানোন্নয়ন, ভেন্যু সংখ্যা বাড়ানোসহ নানা বিষয় উঠে আসে। সভাপতির পক্ষ থেকে কয়েকটি প্রেজেন্টেশন দেওয়া হয়, একই সঙ্গে মেডিকেল বিভাগ থেকেও স্বাস্থ্যসেবা নিয়ে আলোকপাত করা হয়।
সভাপতি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম কম ব্যবহারের পরামর্শ দেন এবং বাইরের বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। মিরপুর স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের সম্ভাবনা, ডিপিএল ম্যাচের ভেন্যু ঢাকার বাইরে নেয়ার জটিলতা, খেলোয়াড়দের ভ্রমণজনিত ভোগান্তি এবং রমজানের সময়সূচি নিয়েও আলোচনা হয়।
এক সদস্য জানান, “সভাপতি শুধু দিকনির্দেশনাই দেননি, বরং বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। উইকেটের মান, মেডিকেল সাপোর্ট, ভেন্যু বাড়ানো, এমনকি খেলোয়াড়দের জীবনযাপন—সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা হয়েছে।”
ঠিকানা/এএস