তুতিউর রহমান : বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গত ১৫ আগস্ট স্থানীয় শাহ জালাল জামে মসজিদে বাদ মাগরিব এ আয়োজনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও মসজিদে আগত মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপি কাতালোনিয়া শাখার আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব আজমান আলী। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বখতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক লিটন, কামাল হোসেন, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান, মামুন রহমান,
যুবদল সভাপতি ফয়সাল আহমেদ মোল্লা, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া প্রমূখ।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হুসাইন।
ঠিকানা/এসআর