ওয়াশিংটনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন আর রাশিয়া তাদের হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রেমেনচুকে ‘তেল ও যাতায়াত অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে এবং সেটিতে রাশিয়া নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। এর মধ্যে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে বলে জানিয়েছে।
এদিকে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ত্রিশটির বেশি ইউরোপিয়ান ও কমনওয়েলথ দেশের জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’এর ভার্চুয়াল বৈঠক হয়েছে।
যুদ্ধ থামার পর রাশিয়া যেন আবার আক্রমণ না করে তা নিশ্চিত করতে ইউক্রেনে সৈন্য পাঠানো, অস্ত্র সহায়তা দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।
গত মার্চে এই ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোট তৈরি করেছিল ফ্রান্স আর যুক্তরাজ্যের নেতারা। সূত্র: বিবিসি বাংলা
ঠিকানা/এএস