Thikana News
২১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

জুলাই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে : হাফিজ উদ্দিন

জুলাই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে : হাফিজ উদ্দিন ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘বিএনপির কাছে যে জুলাই সনদ (চূড়ান্ত খসড়া) পাঠানো হয়েছে, সেই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই।’ ১৯ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী কয়েক দিনে অদ্ভুত এক ঘটনা ঘটতে যাচ্ছে।

পৃথিবীর সব দেশে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকার থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন। যাদের এই ১৭ বছরের আন্দোলন, জুলাই-আগস্টে কোনো অবদান নেই, তারা বাংলাদেশের সংবিধান ছুড়ে ফেলতে চান। এই সংবিধান শহীদ জিয়ার নেতৃত্বে যে সশস্ত্র যুদ্ধ হয়েছে তার ফসল বাহাত্তরের সংবিধান।

এটা আওয়ামী লীগের সংবিধান নয়। যারা ক্ষমতায় এসেছে তারা এই সংবিধান সংশোধন করেছে। এখনো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে? আমার বোধগম্য নয়।

তিনি বলেন, ‘বিএনপির কাছে যে জুলাই সনদ যেটা পাঠানো হয়েছে, সেই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই। সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামীতে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের। জাতীয় সংসদ ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না।’

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান।

শোক প্রস্তাব তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। এ সময় শহীদ ও গুম হওয়া পরিবারের ৩ জন বক্তব্য রাখেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফরিদ হোসন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স