ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য বৈঠক করার পরিকল্পনা করছেন। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।
ট্রাম্প বলেন, আমি মনে করি তারা এখন জেলেনস্কি, পুতিন ও আমার মধ্যে একটি বৈঠকের আয়োজন করবেন।
ট্রাম্প আরও বলেন, এখন এটি সম্পন্ন করা সত্যিই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করে। আমি ইউরোপীয় দেশগুলোকেও বলব, তাদের কিছুটা জড়িত হতে হবে। তবে এটি জেলেনস্কির ওপর নির্ভর করে... এবং যদি তারা চান, আমি পরবর্তী বৈঠকে থাকব।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্থানীয় সময় ১৫ আগস্ট (শুক্রবার) আলাস্কায় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প বলেছেন, ‘এখনও কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে।’
বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান, আমরা এখনো সেখানে পৌঁছাইনি। আসল চুক্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকের পর বলেছেন, তিনি আন্তরিকভাবে এই যুদ্ধের অবসান চান, তবে বিস্তারিত কিছু জানাননি। বৈঠক শেষে দুই নেতা কোনো প্রশ্নোত্তরে অংশ নেননি।
পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘একটি চুক্তিতে পৌঁছাতে’ আহ্বান জানান।
ঠিকানা/এসআর