যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে আলাস্কার উদ্দেশে যাত্রা শুরুর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রাশিয়া-আমেরিকা সহযোগিতার স্মরণে নির্মিত এক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভাস্কর্যের কেন্দ্রস্থলে রয়েছে বিমানের ডানার সামনে করমর্দনরত সোভিয়েত ও মার্কিন বৈমানিকদের প্রতিকৃতি। এটি ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে প্রায় আট হাজার মার্কিন লেন্ড-লিজ যুদ্ধবিমান সোভিয়েত ফ্রন্টে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত আলাস্কা–সাইবেরিয়া আকাশপথের ঐতিহাসিক স্মৃতি বহন করে।
আলাস্কার ফেয়ারব্যাঙ্কস শহরেও অনুরূপ একটি স্মৃতিস্তম্ভ আছে। একসময় সেটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকায় সজ্জিত থাকলেও ২০২২ সালের পর থেকে সেখানে কেবল মার্কিন পতাকাই রয়ে গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা মন্তব্য করেছেন, যদি সেখানে পুনরায় রুশ পতাকা স্থাপন করা হয়, তা অত্যন্ত প্রতীকী তাৎপর্য বহন করবে। তাদের মতে, এটাই মূলত মস্কোর প্রত্যাশা—ট্রাম্প–পুতিন বৈঠকের মাধ্যমে বিশ্বমঞ্চে আবারও একটি বড় শক্তি হিসেবে রাশিয়ার স্বীকৃতি লাভ।
পুতিনের এ সফরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শনের বার্তাও স্পষ্ট। এর মাধ্যমে তিনি মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ইতিহাসে এমন এক সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন তারা বৈরী নয়, বরং মিত্র হিসেবে একসঙ্গে কাজ করেছিল।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


