Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


ট্রাম্প-পুতিন বৈঠক চলতে পারে ৬-৭ ঘণ্টা

ট্রাম্প-পুতিন বৈঠক চলতে পারে ৬-৭ ঘণ্টা ছবি সংগৃহীত



 
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বহুল আলোচিত বৈঠক শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এ বৈঠকের ফল কোন দিকে যায়, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ ইউক্রেনীয়দের মধ্যে। যদিও প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখছেন।

বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন ডিসি থেকে আলাস্কার উদ্দেশে রওনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিতব্য বৈঠকটি অন্তত ছয় থেকে সাত ঘণ্টা চলবে বলে ক্রেমলিন আশা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে বলেন, ‘আপনি ধরে নিতে পারেন যে এটি (বৈঠক) ন্যূনতম ছয় থেকে সাত ঘণ্টা চলবে।’ তিনি আরও বলেন, বৈঠকটি ‘ফলপ্রসূ’ হবে বলে মস্কো প্রত্যাশা করে। সূত্র : এএফপি

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স