Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা ‘ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা ‘ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনাকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এই পদক্ষেপ আরও বেশি রক্তপাত ছাড়া আর কিছুই বয়ে আনবে না। খবর এএফপির। 

৮ আগস্ট (শুক্রবার) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজা সিটি দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই স্টারমার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও বাড়ানোর এই সিদ্ধান্ত ভুল। আমরা তাদের অবিলম্বে এটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। এই পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে বা বন্দিদের মুক্তি নিশ্চিত করতে কোনো কাজে আসবে না।

স্টারমার বলেন, প্রতিদিন গাজায় মানবিক সংকট আরও খারাপ হচ্ছে। হামাসের কাছে আটক বন্দিদের ভয়ঙ্কর ও অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে। আমাদের দরকার যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বাড়ানো, হামাসের কাছে থাকা সব বন্দির মুক্তি ও সমঝোতার মাধ্যমে সমাধান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাজ্য ও তার মিত্ররা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে ওই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। উভয়পক্ষ যদি সৎ উদ্দেশ্যে আলোচনায় যুক্ত না হয়, তাহলে সেই সম্ভাবনা আমাদের চোখের সামনেই মিলিয়ে যাবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স