যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টার বা গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে পুরোনো ভাড়াটিয়াকে উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
স্থানীয় সময় ৭ আগস্ট (বৃহস্পতিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে তিনি পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন।
প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে লেখা পদত্যাগপত্রে রুশনারা আলী বলেন, তিনি ভারাক্রান্ত মন নিয়ে পদত্যাগ করছেন। তার দাবি, সব আইনি বাধ্যবাধকতা মেনেই তিনি তার দায়িত্ব পালন করেছেন। তবে তিনি মনে করেন, তার পদে থাকা সরকারের গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।
প্রধানমন্ত্রী স্টারমার রুশনারার পদত্যাগের পর রুশনারা আলীর ‘যত্নবান’ কাজের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে ‘ভ্যাগ্রান্সি অ্যাক্ট’ বাতিল করার ক্ষেত্রে তার প্রচেষ্টার প্রশংসা করেন।
স্টারমার বলেন, তিনি বিশ্বাস করেন রুশনারা পার্লামেন্টে সরকারের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবেন এবং তার নির্বাচনী এলাকা বেথনালগ্রিন ও স্টেপনি আসনের জনগণের সেবা করে যাবেন।
এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছেড়েছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠলে সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন টিউলিপ।
ঠিকানা/এসআর