জন্ম বলিউড জগতের মধ্যেই, তারপর অভিনেতা হিসেবে একে একে ৩৫ বছর পার করলেন সালমান খান। ৫৭ বছর বয়সেও নিজের ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতায় এখনও হিন্দি চলচ্চিত্রে আধিপত্য করে যাচ্ছেন তিনি। নামের সঙ্গে জুড়েছেন ‘ভাইজান’ তকমাও।
সম্প্রতি ৩৫ বছরের ক্যারিয়ারে দাপটের সঙ্গে কাজ করে যাওয়ার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে ভালোবাসা জানালেন সালমান।
বলিউডে ৩৫ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভক্তদের উদ্দেশে ক্যাপশনে লেখেন, “৩৫টি বছর ৩৫ দিনের মতো কেটে গেছে। এই অসামান্য ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।”
ভিডিওতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে শুরু করে ‘টাইগার’ পর্যন্ত তার আইকনিক চরিত্রগুলোর ঝলক দেখা গেছে।
চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন। সেই সিনেমায় পার্শ্ব অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
তবে তিনি আলোচনায় আসেন সুরুজ বরজাতিয়ার ‘ম্যায়নে প্যায়ার কিয়া’তে প্রেম চরিত্রে অভিনয়ের করে। তারপরই রাতারাতি সুপারস্টার বনে যান সালমান। উপহার দিয়ে চলেন একের পর এক সুপারহিট সিনেমা।
আগামীতে অভিনেতাকে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে ‘কিক ২’ ও ক্যাটরিনা কাইফের বিপরীতে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে।
ঠিকানা/এসআর