Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মন্ত্রীসহ নিহত ৮ ছবি সংগৃহীত
ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীরা বুধবার (৬ আগস্ট) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এর কয়েক ঘণ্টা আগে সশস্ত্র বাহিনী তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

এডওয়ার্ড ওমানে বোআমাহ এ বছরের শুরুতে জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মহামা শপথ নেওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে ইব্রাহিম মুরতালা মুহাম্মাদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেছেন, ‘প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।’

চিকিৎসক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত বোআমাহ এর আগে ২০১২-২০১৭ মেয়াদে মহামার সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন। তারও আগে তিনি পরিবেশ উপমন্ত্রী হিসেবে কাজ করেন।

ঘানার সশস্ত্র বাহিনী বুধবার সকালেই জানায়, রাজধানী আক্রা থেকে সকাল ৯টার একটু পর বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উড্ডয়ন করে এবং রাডার থেকে হারিয়ে যায়। এটি রাজধানীর উত্তর-পশ্চিমে ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। এতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন। তবে তখনো তারা জানায়নি যে দুই মন্ত্রীও ওই হেলিকপ্টারে ছিলেন।

নিহতদের মধ্যে ছিলেন ঘানার জাতীয় নিরাপত্তাবিষয়ক উপসমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ এবং মহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের সহসভাপতি স্যামুয়েল সারপং।

জুলিয়াস ডেবরাহ জানিয়েছেন, এ দুর্ঘটনায় শোক প্রকাশের জন্য সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মহামা এদিনের সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স