২০২৬-২৭ মৌসুমে সৌদি সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও আসর থেকে নিষিদ্ধ করা হয়েছে আল হিলালকে। সঙ্গে ক্লাবটিকে গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার) জরিমানা। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তারা।
চলতি আসর থেকে নাম প্রত্যাহারের কারণেই এই শাস্তি পেতে যাচ্ছে টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়নরা। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পর অতিরিক্ত ক্লান্তির কারণে এবারের টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয় আল হিলাল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলেও ফ্লুমিনেন্সির কাছে হেরে বাদ পড়ে তারা।
সৌদি সুপার কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে হংকংয়ে, ১৯ থেকে ২৩ আগস্ট। চার দলের এই টুর্নামেন্টে খেলে লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা।
আল হিলাল সরে দাঁড়ানোয় এবারের আসরে তাদের জায়গা নিচ্ছে এএফসি চ্যাম্পিয়নস লিগ জয়ী আল আহলি। লিগ ও কিংস কাপের শিরোপাজয়ী আল ইত্তিহাদ ও লিগের তৃতীয় দল হিসেবে আল নাসরও খেলছে টুর্নামেন্টে।
১৯ আগস্ট আল ইত্তিহাদ ও আল নাসরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসর। পরদিন মুখোমুখি হবে আল আহলি ও আল কাদসিয়াহ।
ঠিকানা/এএস