ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের পরিকল্পনা ঘোষণা করতে চলেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সেনাবাহিনী সমগ্র উপত্যকা জুড়ে তাদের অভিযান আরও সম্প্রসারিত করবে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম আই২৪নিউজ, দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ ও ওয়াইনেট ৪ আগস্ট (সোমবার) এই খবর প্রকাশ করেছে। ৫ আগস্ট (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা নেতানিয়াহুর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ আত্মসমর্পণ না করে হামাস আর জিম্মিকে মুক্তি দেবে না, আমরাও আত্মসমর্পণ করব না। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে জিম্মিরা অনাহারে মারা যাবে ও গাজা হামাসের নিয়ন্ত্রণে থাকবে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের নিন্দা জানিয়েছে ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বাস্তবায়ন রোধে জরুরিভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধ দুই বছরের কাছাকাছি পৌঁছানোয় নেতানিয়াহু মঙ্গলবার তার যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন। অপুষ্টি ও ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান ফিলিস্তিনি মৃত্যুর কারণে গাজায় আরও মানবিক সহায়তা প্রদান ও যুদ্ধ বন্ধ করার জন্য নেতানিয়াহু ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন। গাজার চিকিৎসা সূত্র অনুসারে, সোমবার ইসরায়েলি হামলায় ৩৬ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বন্দি রম ব্রাস্লাভস্কি ও এভিয়াটার ডেভিডের ক্ষীণকায় দেখা যাওয়ার ফুটেজ প্রকাশের পর গাজায় হামাসের অবশিষ্ট বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছেন। সোমবার নেতানিয়াহু তার যুদ্ধ লক্ষ্যে দ্বিগুণ জোর দিয়ে বলেছেন, হামাসকে নির্মূল করা ও অবশিষ্ট বন্দিদের মুক্তি নিশ্চিত করা তার প্রধান লক্ষ্য।
নেতানিয়াহু মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে বলেন, সব যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য আমাদের এক সঙ্গে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যেতে হবে। শত্রুর পরাজয়, আমাদের জিম্মিদের মুক্তি ও গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে না।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলি নৃশংসতার প্রতি অন্ধ থাকার অভিযোগ করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু তার একগুঁয়েমি, অহংকার ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে এড়িয়ে যাওয়ার কারণে বন্দিদের জীবনের সম্পূর্ণ দায় বহন করছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৬০ হাজার ৯৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ১৮ হাজার ৪৩০ শিশু রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ২৭ জন নিহতসহ ৪৯ জন বন্দি এখনও হামাসের হাতে আটক রয়েছে।
ঠিকানা/এএস