বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার, ফ্যাসিস্ট রেখে গেছেন। সাংঘর্ষিক রাজনীতি ও মব কালচারে জড়িতদের সাথে শেখ হাসিনার কোন ব্যবধান নেই। ৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, একক কর্তৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে।
সাধারণ মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যারা তা ধারণ করতে পারবে না, তাদের রাজনীতি করার দরকার নেই বলেও জানান আমীর খসরু।
ঠিকানা/এএস