চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ২৭ আগস্ট রোববার বিকালে নগরীর উত্তর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার বাবার নাম সাদ্দাম হোসেন। মায়ের নাম নাসরিন আক্তার।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জালাল আহমেদ বলেন, ‘বিকালে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো শিশুটির খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চলছে।’
এর আগে ৭ আগস্ট নগরীর ১ নম্বর ওয়ার্ডে হাটহাজারীর ফতেহপুরের নন্দীরহাট এলাকায় বাসার সামনে জলাবদ্ধতায় ডুবে মারা যান কলেজ শিক্ষার্থী নিপা পালিত।
এভাবে পানিতে পড়ে চট্টগ্রামে প্রাণ হারাতে হয়েছে আরও কয়েকজনকে। গত বছরের ৬ ডিসেম্বর বোতল কুড়াতে গিয়ে নালায় নিখোঁজ হয় কামাল নামের ১২ বছরের এক শিশু। তলিয়ে যাওয়ার তিন দিন পর মির্জা খালে তার মরদেহ পাওয়া যায়। ২০২১ সালের ২৫ আগস্ট জলাবদ্ধতার সময় রাস্তা পার হতে গিয়ে মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ নামের এক সবজি বিক্রেতা। এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়া। ৯ জুন নগরের আমিন জুটমিল এলাকায় নালায় পড়ে মারা যায় আল আমীন নামের এক শিশু। একই বছরের ৩০ জুন ষোলোশহর চশমা হিল এলাকায় খালে রিকশা পড়ে মারা যান চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগম।
ঠিকানা/এনআই