Thikana News
০৪ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

‘সাইয়ারা’ র সাফল্যে দেউলিয়া হতে রক্ষা পেলেন অভিনেতা রাজেশ কুমার

‘সাইয়ারা’ র সাফল্যে দেউলিয়া হতে রক্ষা পেলেন অভিনেতা রাজেশ কুমার ছবি : সংগৃহীত
ভারতীয় অভিনেতা রাজেশ কুমার, যাকে বেশিরভাগ মানুষ চেনেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেশ চরিত্রে অভিনয় করার জন্য। সম্প্রতি আর্থিক সংকট কাটিয়ে অভিনয়ে পুনরায় আলোচনায় এসেছেন। সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা সাইয়ারা নতুন করে গতি এনে দিয়েছে তার অভিনয় জীবনে।

সম্প্রতি ভারতীয় ম্যাগাজিন মেরি সহেলিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দু কোটি টাকা ঋণে ডুবে গিয়েছিলাম আমি। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ, আমি সেই অবস্থার মধ্যেই গিয়েছিলাম।’

রাজেশ আরও বলেন, ‘তখন সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে লেখালেখি করা হয়েছিল। বলা হয়েছিল আমি অভিনয় ছেড়ে দিয়ে চাষবাস করছি। ব্যাপারটা সত্যি হলো আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার পরিবার এবং বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।’

প্রসঙ্গত, ‘সাইয়ারা’ সিনেমায় অনিত পাড্ডার বাবার চরিত্রে দেখা গেছে রাজেশকে। মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটি এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ৪৫০ কোটি আয় করেছে। সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো এই সিনেমার সাফল্যে রাতারাতি জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী অনিত পাড্ডা ও আহান পান্ডে।

সাইয়ারা সিনেমা ছাড়াও রাজেশ অভিনয় করেছেন ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’-র মতো একাধিক প্রজেক্টে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স