ইতিহাস গড়েছেন চীনের স্কুল শিক্ষার্থী ইউ জিদি। বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সে মাত্র ১২ বছর বয়সে পদক জিতে তিনি হয়ে উঠেছেন এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী সাঁতারু, যিনি কোনো পদক জিতেছেন।
সিঙ্গাপুরে চলমান চ্যাম্পিয়নশিপে নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতেছে চীন, যার অংশ ছিলেন ইউ জিদি। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় হয়ে পদক জয়ের কীর্তি গড়েছে দলটি।
আন্তর্জাতিক মঞ্চে তার চেয়েও কম বয়সে পদক জিতেছিলেন কেবল একজন—ডেনমার্কের ইনগা সোরেনসেন। ১৯৩৬ সালের অলিম্পিকে, নিজের ১২তম জন্মদিনের এক মাসের মধ্যে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
আগামী অক্টোবরেই ১৩ বছরে পা দেবেন ইউ। এরই মধ্যে দুইটি ইভেন্টে খুব অল্প ব্যবধানে পদক হাতছাড়া হয়েছে তার। বৃহস্পতিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে চতুর্থ হন তিনি, আর সোমবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে থেকে আরেকটি পদক মিস করেন।
তবে বয়সভিত্তিক পর্যায়ে ইউ ইতোমধ্যেই রেখেছেন নিজের চিহ্ন। গত মে মাসে ১২ বছর বয়সী কোনো সাঁতারুর মধ্যে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড।
ঠিকানা/এএস