Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্প ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ আগস্ট (শুক্রবার) হারারের স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা।

এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বাংলাদেশ। সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৬।

এখনো জয়শূন্য জিম্বাবুয়ে চার ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। ফাইনাল হবে আগামী ১০ আগস্ট একই ভেন্যুতে।

টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ বোলাররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ইকবাল হোসেন ইমনের গতি আর সানজিদ মজুমদারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় স্বাগতিকরা।

ইমন ২৭ রানে নেন ৪ উইকেট, সানজিদ ২৬ রানে ২টি। লেগ স্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে শিকার করেন ২ উইকেট। ফলে ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে দুই ব্যাটার নাথানিয়েল হ্লাবাঙ্গানা (২৬) ও ব্র্যান্ডন এনডিউয়িনি (২০) দুই অঙ্কের রান স্পর্শ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রিফাত বেগ শূন্য রানে ফিরলেও, কালাম সিদ্দিকি (১৬ বলে ২০) কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। এরপর অধিনায়ক আজিজুল হক তামিম নেতৃত্ব দেন সহজ জয়ে। তার ৪৯ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা। রিজান হোসেন ২১ রানে অপরাজিত থেকে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আগামী ৬ ও ৮ আগস্ট যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। শিরোপা জয়ের মিশনেই তারা নামবে মাঠে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স