Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা সেরা মহারাজ ও ম্লাবা

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা সেরা মহারাজ ও ম্লাবা ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বার্ষিক ক্রিকেট অ্যাওয়ার্ডে ২০২৪-২৫ সালে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কেশব মহারাজ ও নারী ক্রিকেটার ননকুলুলেকো ম্লাবা।

২০২৪ সালের পুরুষ ও নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে দক্ষিণ আফ্রিকা। পুরস্কার দেওয়ার জন্য আইসিসির এই টুর্নামেন্টসহ বিবেচনা করা হয় দেশের মাটিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন সিরিজ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেও টুর্নামেন্টটিকে বিবেচনা করা হয়নি।

মহারাজ ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সাতটি টেস্টে মোট ৪০ উইকেট নিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনি।

নারীদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ম্লাবা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ১৫৭ রানে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার একমাত্র নারী ক্রিকেটার যিনি টেস্টে এমন কীর্তি গড়েছেন এই স্পিনার।

টেস্ট ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি করে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে বড় ভূমিকা পালন করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন হেনরিখ ক্লাসেন এবং টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন আনরিখ নরকিয়া।

নারী ওয়ানডে বিভাগে বর্ষসেরা হয়েছেন অ্যানেরি ডার্কসেন। নারী ক্রিকেটে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পেসার আয়ানদা হ্লুবি।

ঘরোয়া ক্রিকেটেও বেশ কিছু পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ ম্যাচে তিনটি শতকসহ ফাইনালে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে লুহান-দ্রে প্রেটোরিয়াস হয়েছেন সেরা ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন কোয়েনা মাফাকা এবং ওয়ানডেতে সেরা হয়েছেন জন জন স্মাটস। কোচিংয়ে প্রথম বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা কোচ ও বর্তমান লায়ন্সের কোচ রাসেল ডোমিঙ্গো।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স