Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন মার্কিন শুল্ক পাকিস্তানের

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন মার্কিন শুল্ক পাকিস্তানের
আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার ঘোষণা করেছে হোয়াইট হাউস। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্কের সুবিধা পেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির শুল্ক হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। 
নতুন শুল্ক ঘোষণা আসার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। খবর সিএনএনের। 

প্রতিবেদনে বলা হয়, শুল্ক সুবিধা পেয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটি এক মাস আগে বিদেশি ডিজিটাল সেবার ওপর চালু করা ৫ শতাংশ কর বাতিল করেছে। স্থানীয়ভাবে এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
 
পাকিস্তানের জন্য আরও আনন্দের বিষয় হলো, তাদের শুল্কের হার প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের চেয়ে অনেক কম। ভারতের ওপর ট্রাম্প প্রশাসন ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা পাকিস্তানের চেয়ে ৬ শতাংশ বেশি। এর ফলে পাকিস্তানের মধ্যে যে ভয় ছিল, ভারত তাদের অর্থনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, তা এখন কিছুটা কমেছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই চুক্তিটি জ্বালানি, খনি ও খনিজ, আইটি, ক্রিপ্টোকারেন্সি এবং আরও অনেক খাতে অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন যুগ শুরু করেছে।
 
যুক্তরাষ্ট্র হলো পাকিস্তানের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। এই খাতে ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে পাকিস্তান। এই দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। তাই নতুন এই ঘোষণা পাকিস্তানের তৈরি পোশাক খাতের জন্য খুবই ভালো খবর। কারণ, পাকিস্তানের মোট রফতানির প্রায় ৬০ শতাংশ আসে এই খাত থেকে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স