Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় কানাডার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় কানাডার পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফাইল ছবি
ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানানোর কারণে এবার কানাডার ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, যদি আগামী ১ আগস্ট (শুক্রবার) এর মধ্যে কানাডার সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে কানাডার সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। খবর রয়টার্সের। 

এই শুল্কগুলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতার বাইরে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। 

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের শুল্ক আলোচনা ভালোই চলছে। কিন্তু সময়সীমার মধ্যে চুক্তি নাও হতে পারে। তিনি আরও জানান, আলোচনা বেশ জোরালোভাবে চললেও এমন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম যাতে যুক্তরাষ্ট্র সমস্ত শুল্ক তুলে নেবে।

মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা। মার্কিন পণ্য কেনার সবচেয়ে বড় দেশ এটি।

তবে এখন ট্রাম্প বলছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করার পর তাদের সঙ্গে একটি চুক্তি করা ‘খুব কঠিন’ হবে।

এর আগে স্থানীয় সময় ৩০ জুলাই (বুধবার) মার্ক কার্নি ঘোষণা করেন, তার দেশ সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত জানানোর সময় কার্নি গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতি, বিশেষ করে সেখানকার দুর্ভিক্ষ নিয়ে কথা বলেন।

কানাডার প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি সরকার গাজায় বিপর্যয় ঘটাতে অনুমতি দিয়েছে– কানাডা এই ঘটনার তীব্র নিন্দা জানায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স