রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর পেরু, ইকুয়েডর ও চীনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি সূত্রে জানা গেছে, ৮.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশে সুনামি আঘাত হানতে পারে। যে কারণে এসব দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে কয়েকজন আহত হয়েছেন।
সুনামি সতর্কতায় থাকা জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি”। তিনি আরও বলেন, “পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।”
ঠিকানা/এসআর