Thikana News
৩০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ৩০ জুলাই ২০২৫
ইজি জেট ফ্লাইটে তাণ্ডব

‘বোমা আছে’, ‘ট্রাম্পকে হত্যা করো’ বলে চিৎকার—সাহসী যাত্রীদের কারণে রক্ষা পেলো শতাধিক প্রাণ

‘বোমা আছে’, ‘ট্রাম্পকে হত্যা করো’ বলে চিৎকার—সাহসী যাত্রীদের কারণে রক্ষা পেলো শতাধিক প্রাণ ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যে এক ইজি জেট ফ্লাইটে চরম আতঙ্কের সৃষ্টি হয়, যখন একজন মধ্যবয়সী যাত্রী হঠাৎ টয়লেট থেকে বেরিয়ে চিৎকার শুরু করেন—“আমার কাছে বোমা আছে!”, “আমেরিকাকে ধ্বংস করো”, “ট্রাম্পকে হত্যা করো” এবং “আল্লাহু আকবার”।

ঘটনাটি ঘটে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি রুটিন ফ্লাইটে। ঘটনার সময় বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

অপরিচিত সেই যাত্রীর এমন আচরণে পুরো বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দেরি না করে বিমানের কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রুরা সম্মিলিতভাবে তাকে দ্রুত কাবু করে মেঝেতে ফেলে পিন করে রাখেন। এতে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

পরবর্তীতে পুলিশ জানায়, ধৃত ব্যক্তির শরীরে বা ব্যাগে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তিনি এককভাবে আচরণ করছিলেন এবং তার সঙ্গে কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

ঘটনার পরপরই পাইলট কন্ট্রোল টাওয়ারে জরুরি অবতরণের অনুরোধ জানান। বিমানটি নিরাপদে গ্লাসগো বিমানবন্দরে অবতরণ করলে স্কটিশ পুলিশ বিমানে উঠে অভিযুক্তকে গ্রেপ্তার করে। যাত্রীদের নিরাপদে বিমানের বাইরে নামানো হয় এবং ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।

ইজি জেট এক বিবৃতিতে জানায়, “আমাদের ক্রু ও যাত্রীদের ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ। নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
স্কটল্যান্ড পুলিশ জানায়, “এটি একক ব্যক্তির আচরণ ছিল, এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” ভিডিও: ফক্স নিউজ

কমেন্ট বক্স