Thikana News
২৯ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার ছবি : সংগৃহীত
পুরুষ দলের কোপা আমেরিকা জয়ের এক বছর পর আর্জেন্টিনার নারী দলও শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল কিন্তু সেই পথ আটকে দেয় কলম্বিয়ার নারী ফুটবল দল। ২৯ জুলাই (মঙ্গলবার) সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত নারী কোপা আমেরিকার সেমিফাইনালে দুই দল নির্ধারিত সময়ের মধ্যে কোনো গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানেই ৫-৪ গোলে জয় পায় কলম্বিয়া এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

গত বছর পুরুষ দলের কাছে হারের স্মৃতি ছিল কলম্বিয়ার তবে এবার নারী দল যেন সেই হারের প্রতিশোধ নেয়। আর্জেন্টিনার জন্য এটি ছিল ইতিহাস গড়ার সুযোগের পাশাপাশি ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা। কিন্তু টাইব্রেকারে হারের হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।

টাইব্রেকারে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাপিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি আর্জেন্টিনার পাউলিনা গ্রামাগলিয়ার পেনাল্টি রক্ষা করেন, যদিও পরক্ষণেই কলম্বিয়ার মায়রা রামিরেজ বল পোস্টে মেরে সুযোগ হাতছাড়া করেন। এরপর, ছয় নম্বর শটে ওয়েন্ডি বোনিলা কলম্বিয়ার পক্ষে গোল করলে চাপ পড়ে আর্জেন্টিনার এলিয়ানা স্তাবিলের ওপর। তবে তিনি বল বারপোস্টে মারলে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার।

ম্যাচের শুরুতে আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া বনসেগুনদো এবং ইয়ামিলা রদ্রিগেজ বেশ কিছু ভালো আক্রমণ চালান, তবে কলম্বিয়ার গোলরক্ষক তাপিয়া একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। প্রথমার্ধে উভয় দলের কিছু খেলোয়াড় চোটে পড়ায় খেলার ছন্দ কিছুটা ব্যাহত হয়। এরপর কলম্বিয়ার রামিরেজ, লেইসি সান্তোস ও লিন্ডা কাইসেডো কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া আক্রমণের চাপ বাড়ায়। এক পর্যায়ে ভ্যালেরিন লোবোয়ার কাছ থেকে পাওয়া একটি সুযোগে তারা গোলের একেবারে কাছে চলে গিয়েছিল তবে আর্জেন্টিনার গোলরক্ষক সোলানা পেরেইরার অসাধারণ সেভে তা ব্যর্থ হয়।

এখন ফাইনালে কলম্বিয়া মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সাথে। ম্যাচ শেষে কলম্বিয়ার গোলরক্ষক ক্যাথরিন তাপিয়া বলেন,‘আমরা ফাইনালে এবং অলিম্পিকে কোয়ালিফাই করেছি, এটাই আমাদের লক্ষ্য ছিল। এখন আমরা ফাইনালের জন্য প্রস্তুত।’ 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স