Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ট্রাম্পকে ‘সুদর্শন’ বললেন বাইডেন

ট্রাম্পকে ‘সুদর্শন’ বললেন বাইডেন ফুলটন কারা কর্তৃপক্ষের প্রকাশ করা মাগশটে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন ট্রাম্প। ছবি: রয়টার্স
ভোটের ফল পাল্টানোর চেষ্টায় গ্রেপ্তার দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। এরপর নিয়মানুযায়ী কয়েদি হিসাবে ট্রাম্পের তোলা মাগশট (মুখচ্ছবি) ছড়ায় সবখানে। তা দেখে ট্রাম্পকে ‘সুদর্শন’ (হ্যান্ডসাম) বলে ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকা জানায়, নেভাদা ও ক্যালিফোর্নিয়া রাজ্যের সীমান্তবর্তী লেক তাহোতে শরীরচর্চা ক্লাস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে বাইডেন বলেন, “আমি টেলিভিশনে মাগশটটি দেখেছি। সুদর্শন লোক, দুর্দান্ত লোক।”

কারা কর্তৃপক্ষের প্রকাশ করা ট্রাম্পের মাগশটে তাকে গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে রাগী ভঙ্গিমায় তাকিয়ে থাকতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগশট প্রকাশ পায়। ফুলটন কাউন্টি জেল এর রেকর্ডে ট্রাম্প হচ্ছেন, কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।

জেলের ওয়েবসাইটে কয়েদি হিসেবে ট্রাম্পের বর্ণনায় বলা হয়, ট্রাম্প একজন শেতাঙ্গ পুরুষ, উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ৯৭ কেজি, ব্লন্ড চুল এবং নীল চোখ।

একটি ফৌজদারি মামলায় গত পাঁচ মাসে এ নিয়ে চতুর্থবার গ্রেপ্তার হন ট্রাম্প। তবে পুলিশের খাতায় এই প্রথম তার মাগশট জায়গা পেয়েছে।

বাইডেন সে ছবি দেখে ট্রাম্পকে সুদর্শন বললেও তার আইনি ঝামেলার বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। হোয়াইট হাউজ এ বিষয়ে বলেছে, তারা বিচার বিভাগীয় এবং বিচারপ্রক্রিয়ার স্বাধীনতা রক্ষা করতে চান।

গত সপ্তাহে ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়ায় হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলার কার্যক্রমে সহায়তা করতেই ট্রাম্প বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যের ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন।

ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত’ বলে বর্ণনা করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে তার রাজনৈতিক ভাবমূর্তির কোনও ক্ষতি হয়নি, বরং দেশজুড়ে তার জনপ্রিয়তা আরো বেড়েছে। অন্তত জনমত জরিপগুলো তেমনটাই বলছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স