যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন এনওয়াই বাংলা ইনক এর আয়োজনে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করেছে। ২১ জুলাই সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে অবস্থিত কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশপ্রেম, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার নজির স্থাপন করেন। অনুষ্ঠানে শুরুতেই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে সব শিশু ও শিক্ষক নিহত হয়েছে এবং হতাহত হয়েছে তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। যেহেতু অনুষ্ঠানটি পূর্বনিধারিত ছিলো এবং সকাল শিল্পী এবং কলাকুশলীদের ডেট নেয়া ছিলো তাই দুংখভারাক্রান্ত মন নিয়ে ই শো করতে হয়েছে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণ ছিল নজরকাড়া। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাইভ মিউজিক যা অতিথিদের দারুণভাবে আনন্দ দিয়েছে। যেখানে প্রবাসী শিল্পীরা গানে গানে ছড়িয়ে দেন মুগ্ধতা। গান পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত শিল্পী রিজিয়া পারভীন ,কামরুজ্জামান বাবু,কালা মিয়া,এিনিয়া,শাহমাহবুব, রোজিও আজাদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন মিয়া মোহাম্মদ দুলাল ও সোনিয়া। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু,কমিউনিটি এক্টিভিষ্ট ফাহাদ সলোয়মান,নাইম,ডিউক খান,কমিটি এন্ট্রপেনার ঝনা,মনিক রায় চৌধুরী সহ আরো অনেকে। আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করে এনওয়াই বাংলা ইনক এর শফিক মিয়া। তিনি বলেন , সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি আয়োজন করতে পেরেছি। প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রাখতে চাই। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিফলন।
ঠিকানা/এসআর