জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন চায় না, এমন কথা ঠিক নয় বলে দাবি করছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে তিনি বলেন, ‘আমি নিজে নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যেতে আগ্রহী। কিন্তু আগে নির্বাচনের পরিবেশটা তো তৈরি করতে হবে। আর সংস্কার না করে সবকিছু যদি আগের নিয়মেই চলে তাহলে গণঅভ্যুত্থানের দরকার ছিল না। তাই সংস্কারের ব্যাপারে ঐকমত্য যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচন হবে।’
২৪ জুলাই বৃহস্পতিবার এই টকশো নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরাসরি প্রচারিত হয়েছে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। যেখানে অতিথি হিসেবে আরো ছিলেন লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, সংস্কার, নির্বাচন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত- এসব বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই অতিথি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সাম্প্রতিক একটি বক্তব্য খুব আলোচিত হচ্ছে। যেখানে তিনি বলেছেন, এই সরকারের ভেতরেও একটা সরকার আছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজনৈতিক ভাষ্যকার ফাহাম আব্দুস সালাম বলেন, দেশের ইতিহাসে এতো বড় সমর্থন নিয়ে আর কোনো সরকার গঠিত হয়নি। কিন্তু একটি অনির্বাচিত সরকারের যখন সক্ষমতার অভাব থাকে, তখন সরকারের ভেতর সরকার তৈরি হবে, এটাই স্বাভাবিক। এর মানে সরকারের অভ্যন্তরে একাধিক বলয় তৈরি হয়েছে।
এই সরকারের সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে তিনি আরো যোগ করেন, এই সরকারের একেক উপদেষ্টা একেক রকম কথা বলেন। সবশেষ দুজন উপদেষ্টা ৯ ঘন্টা আটক ছিলেন মাইলস্টোন স্কুলে। এ থেকেই দেশের পরিস্থিতি বুঝা যায়।
অন্তর্বর্তী সরকার আর নিজের দুর্বলতা থেকে বের হতে পারবে না বলে মনে করেন লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তিনি মন্তব্য করেন, তাদের উচিত একটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু জামায়াত ও এনসিপি নির্বাচনের কথা শুনলেই বিরক্তি প্রকাশ করছে। অথচ শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, এগুলো পুনর্নির্মাণ করতে হলে নির্বাচিত একটি সরকার আসার কোনো বিকল্প নেই।
এদিকে বর্তমান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হলে জুলাই আন্দোলনে মানুষের আত্মত্যাগ ব্যর্থ হবে বলে মনে করেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। তিনি মন্তব্য করেন, একাত্তর ও নব্বইয়ে লক্ষ্য অর্জিত হয়নি, তখন যারা আত্মদান করেছিলেন তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে। চব্বিশ যাতে একইভাবে ব্যর্থ হয়ে না যায় সেই কারণে এনসিপির প্রতিষ্ঠা হয়েছে।
তিনি দাবি করেন, জুলাই হত্যাকান্ডের জন্য ফ্যাসিবাদি আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি ছাড়া নির্বাচন আয়োজন করা কোনোভাবেই ঠিক হবে না।
ঠিকানা/এসআর