গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের। যার কারণে বাংলাদেশ সফর বাতিল ও এসিসির সভা বয়কটের হুমকি দিয়েছিল বিসিসিআই। তবে অবশেষে সহসভাপতি রাজিব শুক্লা অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এর মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো ছিল বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তার ভাষ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন যে সিরিজটি আমরা স্থগিত করেছি। দুই বোর্ড বসে সবচেয়ে ফাঁকা যে সময়টা থাকে সেটাই আমরা নিশ্চিত করেছি। বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। সেটাই আমরা বিদ্যমান রাখব।
এদিকে এসিসির এজিএমে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি। এ ছাড়া ভারতের মতো অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা এবং নেপাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
তিনি বলেন, আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।
এসিসির ২৪-২৫ জুলাইয়ের এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যা নিয়ে এতদিন অনিশ্চয়তা ছিল। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু সেখানে খেলতে যেতে রাজি নয় পাকিস্তান। এই সমস্যার কারণে এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি।
ঠিকানা/এএস